চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ট্রাস্কফোর্স কমিটির প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা ট্রাস্কফোর্ট কমিটির আয়োজনে মার্চ -এপ্রিল দুই মাস মেঘনা নদীর অভায়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধে জাটকা সংরক্ষণে করণীয় শীর্ষক উপজেলা ট্রাস্কফোর্ট কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম। তিনি বলেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এটি রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এ সময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন বহুগুণ বেড়ে যাবে। তাই ইলিশ সম্পদ রক্ষার স্বার্থে আমরা সবাই সচেতন থাকবো। কেউ যেন জাটকা ক্রয় বিক্রয় করতে না পারে সে ব্যপারে সতর্ক থাকবো।আইন অমান্য করে কেউ ঝাটকা ক্রয় বিক্রয় করতে দেখলে তাকে আইনের হাতে সোপর্দ করবেন।
এসময় বক্তব্য রাখেন দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল,মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) শুভ্রত কুমার সরকার,মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম। জেলেদের মধ্যে বক্তব্য রাখেন মনোরঞ্জন দাস।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ ফেব্রুয়ারি ২০২৫