চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড বিসিজিএস, রাঙ্গামাটি এর বিশেষ অভিযানে ৩ জেলেকে আটক করা হয়েছে। ৬ অক্টোবর ভোরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় তাদের আটক করা হয়। একই অভিযানে ৮০হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলা গুনরাজদী এলাকার রাসেল খান, (২৬), ইব্রাহিম শেখ (৩০) ও বালিয়া এলাকার দুলাল সরকার (৩৫)।
আটকদের সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড রাঙ্গামাটি জাহাজের পেটি অফিসার এম জালাল উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স।
উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা, মোঃ মাহবুব রশীদ জানান, এই অভিযান অভয়াশ্রম চলাকালিন সময় অব্যাহত থাকবে।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ৬ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur