চাঁদপুর

‘মিডিয়া ও সামাজিক যোগাযোগে ইলিশ মেলা প্রচারে ঝড় তুলেছে’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ব্র্যান্ডিং কার্যক্রম নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। চাঁদপুরের ইলিশ মেলার আয়োজনের ফলে সে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে। মিডিয়া ও সামাজিক যোযোযোগ মাধ্যমে ইলিশ মেলার ব্যাপক প্রচার হয়ে ঝড় তুলেছে।

ব্র্যান্ডিং জেলা চাঁদপুর জেলা কমিটির ৫ম সভা শনিবার(২৬ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ক্যাবিনেট সচিব বলেছে ব্র্যান্ডিং সম্পর্কে আমরা(চাঁদপুর বাসি) বুঝতে পেরেছি । এ ব্যাপারে কেবিনেট চাঁদপুরকে ধন্যবাদ জানিয়েছে । চাঁদপুরের ইলিশ ইতিমধ্যে ব্র্যান্ডিং হয়ে গেছে। ইলিশের বাড়ি চাঁদপুর কিংবা সিটি অব হিলশা ব্র্যান্ডিং প্রধানমন্ত্রী কার্যালয় অনুমোদন করেছে ।

তিনি বলেন, চাঁদপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ঢাকায় চাঁদপুর চেম্বারের নেতৃত্বে ডিসেম্বরে ইলিশ মেলা করতে চাই। সেখানে ইলিশ মাছ বিক্রিরও সুযোগ দেওয়া হবে। এ ব্যাপারে চাঁদপুর চেম্বার দ্রুত উদ্যোগ নিতে হবে । আমরা জেলা প্রশাসন তাদেরকে সাপোট করবো । প্রয়োজনে ঢাকার চাঁদপুরস্থ বিশিষ্টব্যক্তিবর্গের সহযোগিতা নিতে পারেন ।

তিনি বলেন, চাঁদপুরের ব্র্র্যান্ডিং নিয়ে যে প্রকাশনা বের হবে তা যাতে জাতীয় কিংবা আর্šÍজাতিক মানের হয় তার দিকে নজর রাখতে হবে । এ ব্যাপারে যত অর্থ ব্যয় হবে তা জেলা প্রশাসন সহযোগিতা করবে ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম , চাঁদপুর চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান, মতলব উত্তর ইউএনও মো. শহিদুল ইসলাম, মতলব দক্ষিণ ইউএনও মো. মফিজুল ইসলাম কচুয়া ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম, চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা মৎস্য অফিসার মো. সফিকুল ইসলাম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী প্রমুখ।

করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১০ :১৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

Share