চাঁদপুর জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর এর কৃতত্ব আপনাদের। আপনাদের সহযোগিতা বিগত দিনে অভিযান সফল হয়েছে। আমি আশা করি আগের ন্যায় এবছর প্রশাসনের পাশে থেকে সহযোগিতা অবহত থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ এর রক্ষণা বেক্ষণের দায়িত্ব সকলের।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হাইমচর উপজেলার চরভৈরবী মাছ ঘাটে মা ইলিশ রক্ষার্থে সচেতনমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর থানা ওসি তদন্ত মোঃ আলমগীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান , ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান, ইউপি সদস্য ডিএম মমিন দালাল, পারভেজ হাওলাদার, আড়ৎ মালিক লিটন পাইক প্রমুখ।
প্রতিবেদক- বিএমই ইসমাইল
: : আপডেট, বাংলাদেশ ২: ০৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ