হাইমচরে ১০৬ মণ ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার দুইশ ৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ইশানবালা থেকে চার হাজার দুইশ ৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় মাছের সঙ্গে থাকা ট্রলার জব্দ করা হয়।

হাইমচর প্রতিনিধি, ৩০ মার্চ ২০২৪

Share