ফরিদগঞ্জে ৬১ কেজি ইলিশ জব্দ ও জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ইলিশ মাছ বিক্রিয় করার অপরাধে ইলিশ জব্দ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৯ মার্চ রোববার দুপুরে ফরিদগঞ্জ মাছ বাজারে ইলিশ বিক্রিয়ের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুন নাহার ও উপজেলা মৎস্য অফিসার রুমিন ফারহানসহ তিন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৬১ কেজি ইলিশ মাছ জব্দ করেন এবং ইলিশ মাছ বিক্রিয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুন নাহার বলেন, সরকার পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদী থেকে সকল প্রকার মাছ ধরা ও আইনত নিষিদ্ধ। তা অমান্য করে ইলিশ বিক্রি করার কারণে তিন মাছ বিক্রেতার কাছ থেকে ৬১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে এবং আইন অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ মার্চ ২০২৩

Share