চাঁদপুরে ইলিশের ঐতিহ্য ধরে রাখতে ‘মা ইলিশ’ রক্ষা করতে হবে

‘জেগে ওঠো মাটির টানে’ এ স্লোগানকে ধারন করে চতুরঙ্গ আয়োজিত সিনেবাজ ও পুষ্টি নিবেদিত ৫ দিনব্যাপী ১৩তম ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৩ অক্টোবর রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি এমপি।

তিনি বলেছেন, ‘শুরুতেই স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্বাধীনতা ও ভাষা আন্দোলনসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের মাগফেরাত কামনা করছি।’

তিনি বলেছেন, ‘উৎসব মানেই আনন্দ। চাঁদপুর মানেই চাঁদের হাট, আর আজকে এখানেও চাঁদের হাট বসেছে। ভালো কাজের জন্যে পৃস্ঠপোষকের প্রয়োজন। পৃষ্ঠপোষকতক ছাড়া ভালো চালিয়ে নেয়া কষ্টকর হয়ে যায়। যারাই আজকের এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই উৎসবের মাধ্যমে ইলিশ রক্ষায় মানুষকে সচেতন করার আহবান জানানো হয়। অভায়শ্রমে জেলেদেরকে ইলিশ না ধরার জন্য পরামর্শ দিয়ে তাদেরকে সচেতন করা হয়ে থাকে। এর পাশাপাশি ইলিশ রক্ষায় নদীর গভীরতা নব্যতা এসব বিষয় নিয়েও কাজ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ইলিশ আমাদের ঐতিহ্য, চাঁদপুরের গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরকে মা ইলিশ রক্ষা করতে হবে। অভ্যায়শ্রমে যে ক,দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে ততোদিন আমাদেরকে ইলিশ খাওয়াও বন্ধ রাখতে হবে। কারণ আমরা খেতে চাইলে জেলেরাও মাছ ধরবে। তাই নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা এবং খাওয়া বন্ধ রাখলে তবেই আমাদের অভায়শ্রম স্বার্থক হবে।
চাঁদপুরের এই ঐতিহ্য ইলিশকে আমরা যতবেশি তুলে ধরবো। ততোবেশি চাঁদপুরকে তুলে ধরা হবে।

তিনি একটি কবিতার কথার প্রসঙ্গে বলেন, ‘কবিতার ভাষার মতো ইলিশ আমাদের সন্তান কিংবা মেয়ে। এই সন্তান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মসজিলস,পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।

ইলিশ উৎসবের আহবায়ক রোটাঃ কাজী শাহাদাতের সভাপতিত্বে ও চতুরঙ্গের মহাসচিব, ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, টিকে গ্রুপের মার্কেটিং পরিচালক মোফাচ্ছেল হক।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর পৌরসভার প্যানের মেয়র মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের রাজনীতি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৩ অক্টোবর ২০২১

Share