ইরানে ৪ সাংবাদিককে কারাদণ্ড

রাষ্ট্রীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ইরানে ৪ সাংবাদিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি আদালত।

বুধবার আফারিন চিত-সাজ, এহসান মাজানদারানি, সামান সাফারজাই এবং দাভুদ আসাদির বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়। ইরান বিরোধী বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে। তাদের সাজার মেয়াদ ন্যূনতম ৫ থেকে ১০ বছর বলে জানায় সংবাদ সংস্থা বিবিসি।

আন্তর্জাতিক জার্নালিস্ট প্রোটেক্ট গ্রুপ ও যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ জানায় ইতিমধ্যে এ রায়ের তীব্র নিন্দা জানিয়ে, আটক সাংবাদিকদের মুক্তি দিতে ইরানের প্রতি আহবান জানিয়েছে। গত বছরের নভেম্বরে তাদের গ্রেফতার করেছিল পুলিশ।

নিউজ ডেস্ক : আপডেট ৬:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share