ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০৫ হয়েছে। রবিবার পর্যটন দ্বীপ লম্বোকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সির মুখপাত্র সুতোপো পুরউয়ো নুগরোহো এ তথ্য নিশ্চিত করেছেন।
সুতোপো জানিয়েছেন, নিহতদের মধ্যে ৭৮ জনের মরদেহ নর্থ লম্বোক জেলায়, ১৫ জনের মরদেহ ওয়েস্ট লম্বোক জেলায়, চারজনের মরদেহ মতরম শহরে, তিনজনের মরদেহ ইস্ট লম্বোক জেলায় পাওয়া গেছে। এ ছাড়া সেন্ট্রাল লম্বোক জেলা এবং দেনাপসর শহরে দুটি করে মরদেহ পাওয়া গেছে।
তিনি জানান, এই ভূমিকম্পে চার হাজার ৩৪৭টি ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এতে ২৩৬ জন গুরুতর আহত এবং ২০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।