ঘূর্ণিঝড় হামুন হল একটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরে গঠিত হয় । বর্তমানে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গকে হুমকির মুখে রেখেছে। আবহাওয়া অধিদফতর জানায়-বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে সোমবার রাতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় । সাইক্লোন হামুন ২০২৩ সালের উত্তর ভারতীয় মহাসাগর ঘূর্ণিঝড় মৌসুমের চতুর্থ নামকৃত ঘূর্ণিঝড় ছিল। এটি গত ২১ অক্টোবর ২০২৩ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগে একটি নিম্নচাপের এলাকা থেকে গঠিত হয়।
নামকরণ:হামুন নামটি ইরানের দেয়া। যার অর্থ হচ্ছে”সমতল ভূমি” বা “পৃথিবী”।
আবহাওয়ার ইতিহাস : ঘূর্ণিঝড়টি ২২ অক্টোবর একটি গভীর নিম্নচাপে এবং ২৩ অক্টোবর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। হামুন ২৪ অক্টোবর তার সর্বোচ্চ তীব্রতায় পৌঁছে । স্থায়ী বাতাসের বেগ ৬২ কিমি/ঘণ্টা (৩৯ মাইল/ঘণ্টা) এবং ঝোড়ো হাওয়ার বেগ ৮৮ কিমি/ঘণ্টা (৫৫ মাইল/ঘণ্টা)।
হামুন উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় এবং ২৫ অক্টোবর বাংলাদেশের খেপুপাড়ার কাছে একটি গভীর নিম্নচাপ হিসাবে উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে দ্রুত দুর্বল হয়ে পড়ে ২৬ অক্টোবর বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ।
তথ্য সূত্র: বাংলা উইকিপিডিয়া
সম্পাদনায় : আবদুল গনি
২৪ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur