ফরিদগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ একজন আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ৩’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ নূরুল ইসলাম ও এএসআই শিকদার হাসিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের হামছাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাছির হোসেন (২২)কে ৩শত পিস ইয়াবাসহ আটক করে।

মাদক ব্যবসায়ী নাছির হোসেন ওই ইউনিয়নের মৃত বাবুল বেপারীর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদকঃ শিমুল হাছান

Share