চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ মে মঙ্গলবার বিকেল ৪টায় শহরের মিশন রোড টু ছায়াবানী মোড় সড়ক থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ ইমাম হোসেন, এএসআই সাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় সদর মডেল থানাধীন পৌরসভাস্থ মিশন রোড টু ছায়াবানী মোড় সড়কের তাজমহল সোহানা ম্যানশনের সামনে পাকা সড়কের উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন গাজী (২১) ও ফারুক খানকে আটক করা হয়। তাদের দুজনের বাড়ি উত্তর ও দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়ন।
এসময় তাদের কাছ থেকে ১শ’ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৫ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur