উপজেলা সংবাদ

ইমাম হাসান লঞ্চের কেবিনে কিশোরীকে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ

হাইমচর করেসপন্ডেন্ট :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর গ্রামের আক্কাছ খানের ছেলে অপরাধ চক্রের মহানায়ক ও মদনার ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের পলাতক আসামী ফরিদকে আলগী বাজার যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দের হাতে আটক হয়। আটককৃত ফরিদকে হাইমচর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়।

১৫ জুলাই সন্ধ্যা ৭টায় ধর্ষক ফরিদ আলগী বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে আলগী বাজার যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ তাকে আটক করে ক্লাবে বন্দী করে রাখে।

জানা যায়, চাঁদপুর সদর থানার মদনা গ্রামের আবুল মিয়ার কিশোরী মেয়েকে চাঁদপুর ইমাম হাসান লঞ্চ কেবিনে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতার অভিযোগে আবুল মিয়া চাঁদপুর মডেল থানায় ৪ জনকে আসামী করে ধর্ষণ মামলা করেন। ধর্ষণ মামলার ৪র্থ আসামী ফরিদকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ধর্ষক ফরিদকে আলগী বাজার থেকে আটক করেন আলগীবাজার যুব উন্নয়ন সংঘের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন রনি, হাফেজ, রিয়াদ, জিল্লু, সাদ্দামসহ যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ।

আপডেট :   বাংলাদেশ সময় : ০১:০৬ পূর্বাহ্ন, ০২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ১৭ জুলাই ২০১৫

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share