দীর্ঘ ৫০ বছর মসজিদে ইমামতি, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা প্রসারে ভূমিকা রাখা হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া (৭৫) নামে এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।
১৯ জুন বুধবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামে ত্রিদোনা ও দত্রা গ্রামবাসীর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১৯৭৩ সালে ত্রিদোনা জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন ওই সময়ের টগবগে তরুণ হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া। তিনি একাধারে ওই মসজিদে ইমামতি ছাড়াও ত্রিদোনা মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে এলাকায় মাদ্রাসা শিক্ষায় ভূমিকা রাখেন। কিন্তু দীর্ঘ ৫০ বছর ইমামিত করার পর বয়সের কারণে তিনি অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানালে ত্রিদোনা ও দত্রা গ্রামবাসীর উদ্যোগে তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল ইসলাম মহনের সভাপতিত্বে ও হাফেজ মাও. ওয়ালি উল্লাহের পরিচালনায় স্মৃতিচারণ করেন জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, হাফেজ মাও.কামাল হোসেন, শাহ আলম মামুন ভূঁইয়া, ইউপি সদস্য মাসফেকুর রহমান রাসেল, হাফেজ মনির ও তাজুল ইসলাম।
বক্তারা বলেন, ত্রিদোনা ও দত্রা এলাকায় নিঃস্বার্থভাবে হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘ ৫০ বছর সেবক হিসেবে কুরআন শিক্ষা দিয়েছেন। তিনি কখনো স্বার্থের কথা চিন্তা করেননি। এ এলাকায় কুরআনের আলো ছড়িয়েছেন। তাই আজকে তাকে রাজকীয় ভাবে বিদায় দেওয়ার চেষ্টা করেছি।
হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়া তার বিদায়ী বক্তব্যে এ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আমার সারা জীবন দ্বীনের সেবায় কাটিয়েছি। এ এলাকার মানুষকে কুরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি।
আলোচনা শেষে ফুলেল শুভেচ্ছা জানানোর পর ফুল দিয়ে সাজানো গাড়িযোগে মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে ইমাম হাফেজ মাও. ওয়াদুদ ভূঁইয়াকে নিজ বাড়ি পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
স্টাফ করেসপন্ডেট,২০ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur