পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এমন গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বুধবার জেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান জেলের ভেতরেই আছেন এবং তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।
জেল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ইমরান খানকে আদিয়ালা জেল থেকে সরিয়ে নেওয়ার খবরে কোনো সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর জন্য সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর স্বাস্থ্য নিয়ে যে সব গুজব ছড়ানো হচ্ছে তাও ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন কর্মকর্তারা। পিটিআই প্রতিষ্ঠাতার সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও তারা জোর দিয়ে বলেছেন।
২০২২ সালের এপ্রিলে বিরোধীদলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ এমন একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, জেলে ইমরান খান যে সুবিধা পাচ্ছেন, তা তিনি নিজে জেলে থাকার সময় পাননি। তিনি বলেন, ইমরান খানের জন্য যে খাবার আসে, তার মেন্যু দেখলে বোঝা যায় এমন খাবার পাঁচ তারা হোটেলেও মেলা ভার।
খাজা আসিফ দাবি করেন, জেলে ইমরান খানের কক্ষে টেলিভিশন আছে, যেকোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের জন্য মেশিনও রয়েছে। নিজের জেল জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা ঠান্ডা মেঝেতে শুতাম, জেলের খাবার খেতাম, জানুয়ারি মাসে মাত্র দুটি কম্বল পেতাম, গরম পানির ব্যবস্থা ছিল না। তৎকালীন জেল সুপার আসাদ ওয়ারাইচ নিজে এসে তাঁর সেল থেকে গিজার খুলে নিয়ে গিয়েছিলেন বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, ইমরান খানকে ডাবল বেড ও ভেলভেট গদি দেওয়া হয়েছে। ‘জেলের লাউডস্পিকারে তাঁর ওয়াশিংটন অ্যারেনা ভাষণ শুনিয়ে দেওয়া উচিত’ বলে কটাক্ষ করেন খাজা আসিফ।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৭ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur