পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য দক্ষ জনবল তৈরি করতে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ইসি।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (তথ্য অনুসন্ধান) মো. রশিদ মিয়ার সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি সংশ্লিষ্ট জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা/ জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে রংপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, কিশোরগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ সদরে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়, ‘আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩টি সদর উপজেলার মধ্যে সাতটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এ লক্ষে দক্ষ জনবল তৈরির উদ্দেশে উল্লিখিত সাতটি সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষকদের দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।’
চিঠিতে আরও বলা হয়, ‘প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তীতে পাঁচ দিনব্যাপী ডেমোনেস্ট্রেশনসহ ভোটগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এ অবস্থায় উপজেলা নির্বাচনের জন্য সম্ভাব্য কেন্দ্রভিত্তিক তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন তিনজন করে শিক্ষকের নামের তালিকা প্রয়োজন।’
এই সাত সদর উপজেলার শিক্ষকদের নামের তালিকা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য সংশ্লিষ্ট জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা/ জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
বার্তা কক্ষ
১৯ ফেব্রুয়ারি,২০১৯