হাজীগঞ্জ

হাজীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে দু’যুবকের কারাদণ্ড

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে দু’ইভটিজারকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সাজা প্রদান হয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো, হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাৎ হোসেন সজীব (২০) ও একই গ্রামের মৃত মাহফুজ আলমের ছেলে মো. ওমরু ফারুক।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলের যাওয়ার পথে প্রতিদিন মো. শাহাদাৎ হোসেন সজীব ও মো. ওমরু ফারুক ইভটিজিং করার অভিযোগ উঠে।

মঙ্গলবার (১ জানুয়ারি) আবারো ছাত্রীদের ইভটিজিং করার সময় স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করায় মো. শাহাদাৎ হোসেন সজীবকে ৩মাস ও মো. ওমরু ফারুককে ২মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৩৪ পিএম, ০১ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Share