বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইব্রাহীম জুয়েলের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাদঁপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বিএনপি, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক প্রেস বিবৃতিতে তূণমূল নেতাকর্মীর আস্থার প্রতীক তথা চাঁদপুর বিএনপির প্রাণ পুরুষ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল সকল জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতা কর্মী এবং আপামর জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

১লা সেপ্টেম্বর এই দিনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘আজ সময় এসেছে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়ার।’

সেজন্যে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল দেশ নায়ক তারেক রহমানের ডাকে সকলকে বিএনপির পতাকাতলে শরিক হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, মানুষের জীবনে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দেশে এখন আইনের শাসন বলে কিছু নেই। মানুষ কথা বলতে পারে না। বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগ দ্বারা শিক্ষক, নারী, আইনজীবী, সমাজকর্মীসহ সবাই আজ লাঞ্চিত এমন কি শিশুরাও। দেশে আজ গণতন্ত্র নেই। মানবাধিকার নেই, আইনের শাসন নেই, বাক স্বাধীনতা নেই।

তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিজ্ঞপ্তি : ১ সেপ্টেম্বর ২০২১,

Share