কাজী ইব্রাহীম জুয়েলের চাঁদপুর-৩ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা
চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। তারই অংশ হিসেবে ২৮ জানুয়ারি বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসময় কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ নেতাকর্মীরা ধানের শীষের একটি নির্বাচনী মিছিল বের করা হয়। শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের ষোলঘর, ওয়্যারলেছ, জিটি রোড, ব্যাংক কলোনি, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
এসময় নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং ধানের শীষের ভোট চেয়ে বিভিন্ন রকম স্লোগান দেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এদিকে সন্ধ্যায় সোয়া ৬টার দিকে একই পথ ধরে নির্বাচনী গণসংযোগ শেষে মিছিলরত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের জনসভায় যোগ দেন এবং নিজেদের দলীয় প্রার্থীকে কাছে পেয়ে নেতাকর্মীরা আরো বেশি উচ্ছ্বাসীত হয়ে যায়। তারা চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বাহক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে শুভেচ্ছা ও অভিবাদন জানান।
কাজী মুহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, আগামী নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ধানের শীষকে বিজয়ী করতে দলের প্রতিটা নেতাকর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দলের একজন কর্মী হিসেবে আমিও আমার দায়িত্ব পালন করছি।
তিনি আরো বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৮ জানুয়ারি ২০২৬