সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল গুরুতর অসুস্থ হয়ে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৩ অক্টোবর,মঙ্গলবার তিনি শারীরিক ভাবে অসুস্থতা বোধ করলে প্রথমে চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়,তিনি হার্টের সমস্যা, ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি ডাক্তার মোবারক হোসেন এর তত্ত্বাবধানে প্রিমিয়ার হাসপাতালের তৃতীয় তলায় ৩০৪ নাম্বার রুমে ভর্তি রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৪ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur