Home / চাঁদপুর / চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয়ে নির্বাচনী মাঠে ইব্রাহিম জুয়েল
ইব্রাহিম

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয়ে নির্বাচনী মাঠে ইব্রাহিম জুয়েল

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নিরলসভাবে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মুহাম্মদ ইব্রাহিম জুয়েল।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে চাঁদপুর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ করে চাঁদপুর পৌরসভার সকল ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগে সক্রিয় ভূমিকা পালন করছেন কাজী মুহাম্মদ ইব্রাহিম জুয়েল। স্থানীয় জনগণের মাঝে তিনি বিএনপির রাজনীতি, আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।

কাজী মুহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।”

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৩ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.