চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ ভূইয়ার ঘাটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ বঙ্গবন্ধুর নিজের হাতের গড়া সংগঠন। তাই এ সংগঠনের সাথে জড়িত সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধরু আদর্শে উজ্জীবিত হবে। বঙ্গবন্ধরু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তাঁতী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সহ-সভাপতি আমিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোখলেছ মল্লিকের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির বেপারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী কুট্টি, যুগ্ম সম্পাদক ওয়াসিম গাজী, সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি।
চাঁদপুর সদর থানা তাঁতী লীগের সভাপতি হুমায়ুন কবির বেপারী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্সির স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘটন করা নির্দেশ দেয়া হয়।
]আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur