Home / চাঁদপুর / ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের কমিটি গঠন
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের কমিটি গঠন

বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা কমিটির আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাও. মো. নুরুল হক।

ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. মো. অলি উল্লাহর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাফেজ মাও. হাবিবুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নোয়াখালি জেলার সভাপতি মাও. মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা জেলার সবাপতি মাও. মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলওয়াত করেন কচুয়া কিল মেহের দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. আলমগীর হোসেন।

এদিকে ইবতেদায়ী শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈষম্য দূরীকরণের দাবিতে এবং সংগঠনের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি হলেন : ওছমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মো. অলি উল্লাহ, সহ-সভাপতি ফারক-ই আজম দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মহিউদ্দিন, কচুয়ার ডা. আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক চান্দ্রাবাজার নূরীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. ছায়েদ আলী আখন্দ, যুগ্ম সম্পাদক হাজীগঞ্জ ছালেহবাদ এম এন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. ফরিদ আহমাদ, কোষাধ্যক্ষ বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক মাও. হাবিবুল্লাহ, দপ্তর সম্পদাক নওগাঁও রাশেদীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. ফোরকার হামিদ, প্রচার সম্পাদক সাপদী মহিলা মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসাইন জাকির, সহ-প্রচার সম্পাদক দাসাদী কামিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. ইয়াসিন, মহিলা বিষয়ক সম্পাদক বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষক মাকসুদা আক্তার, সদস্য বড় দৈল মাদ্রাসার শিক্ষক সৈয়দ আবুল হাসান।

শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ০২ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ