কচুয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় ও ইফতার

কচুয়ায় শিক্ষক, চিকিৎসক,সাংবাদিক,চাকুরিজীবি,বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কাউসদের সাথে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা পরিবারের ব্যতিক্রমী আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সদস্য ও কচুয়ার কৃতি সন্তান ড. মো. আমিনুল ইসলাম।
চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো.খোরেশেদ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি মো.নবীর হোসেন, বিআরবি কেবলস ইন্ডাষ্ট্রিজ লি.এর ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) মো.রফিকুল ইসলাম রনি,এনএসআই-এর অতিরিক্ত পরিচালক মো.মফিজুল ইসলাম, দৈনিক নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মো.মোস্তফা কামাল মজুমদার, কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া,শাহরাস্তির সাবেক সাব রেজিষ্ট্রার ইয়াকুব হোসেন, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানী লি.এর সিনিয়র কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম,কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মো.ইয়াহিয়া ও সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.নওশের আলম প্রমুখ।

পরে মুসলিম জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় ঢাকা সাংবাদিক ফেডারেশনের সাবেক সভাপতি মো.জাহাঙ্গীর আলম প্রধান,কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.শাহজালাল প্রধানসহ কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক, চিকিৎসক,সাংবাদিক,চাকুরিজীবি,বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কাউসদেও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু
২২ মার্চ ২০২৫

Share