করোনা মহামারিতে মানব সেবাই বড় ধর্ম ওই শ্লোগানে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র পরিষদের পক্ষ থেকে রোজাদারদের জন্য ইফতার উপহার প্রদান করা হয়েছে।
২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়ি শপত চত্ত্বর মোড়ে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র পরিষদের আহ্বায়ক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক অপু কুমার বিশ্বাসের সৌজন্যে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার দেওয়া হয়।
রোজাদারদের জন্য ইফতার উপহার প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিল মো. সোহেল রানা, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, জেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক লিটন সাহা, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক অতনু সাহা।
অপু কুমার বিশ্বাস জানান, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া বিধি-নিষেধের কারণে বেকায়দায় পড়েছে ভাসমান, ভবঘুরে, ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষ। কাজ না থাকায় অনেকের ঘরে দিন শেষে ইফতার করার মতো কোনো সামগ্রী নেই। যাদের অনেকের সন্তান রিকশাচালক বা দিনমজুর, নিজের সংসার চালিয়ে তারা পিতামাতার ভরণ পোষণ দিতে পারে না বা চায় না। এদের অনেকের উপার্জনক্ষম পুত্র সন্তান নেই, কেউবা নি:সন্তান। তাদের জন্য রমজান মাসের উপহার হিসেবে দেয়া হয়েছে ইফতার।
প্রতিবেদকঃশরীফুল ইসলাম