ইফতারের আগ মুহূর্তে মসজিদে নববীর পাশে বোমা হামলা

হামলার সত্যতা নিশ্চিত করেছে সৌদি আরবের সবচেয়ে বড় টিভি চ্যানেল আল আরাবিয়া। প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন।

মদিনায় হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে চলা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির তৎপরতারই অংশ এটি।

আল আরাবিয়া টিভির ভিডিও ফুটেজে দাউদাউ করে একটি গাড়ী জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গাড়ী বোমার মাধ্যমেই হামলাটি চালানো হয়েছে।

এ দিন সৌদির আরেক শহর কাতিফেও হামলা করা হয়। শিয়া মুসলিমদের লক্ষ্য করে ওই হামলাটি করা হয়। ওই হামলার প্রধান লক্ষ্য ছিলো শিয়াদের একটি মসজিদ। সেখানকার হতাহতের কোনো তথ্য আসেনি।

জেদ্দার মার্কিন কনস্যুলেটেও আজ হামলা হয়েছে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী মারা গেছে। সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে।

আল আরাবিয়া এবং সৌদি আরবের আরো সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইফতারের সময়ে হামলাটি করা হয়। রামাদানের একদম শেষ পর্যায়ে এবং পবিত্র ঈদুল ফিতরের আগে এমন ঘৃণ্য হামলা চালানো হলো।

এর আগে তুরস্ক, বাংলাদেশ এবং ইরাকেও ভিন্ন হামলার ঘটনা ঘটে। সে সব ঘটনার দায় স্বীকার করেছে কথিত সন্ত্রাসী সংগঠন আইএস।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share