ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমীরের মৃত্যু

খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের সাবেক মহাপরিচালক যুবায়ের আহমদ চৌধুরী মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের মহানগরের ইফতার মাহফিলে যোগদানের পর মোনাজাত শেষে তিনি হার্ট অ্যাটাক (হৃদরোগ) করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, আজানের পর যখন ইফতার শুরু হয় তখনই তিনি হেলে নীচের দিকে পড়ে যান। পরে উনাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান মারা গেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দাফনের পরবর্তী বিষয় জানানো হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, আজ মহানগরের আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে সকল নেতৃবৃন্দ ছিলেন। সংগঠনের আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মোনাজাত করেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আওয়াল৷ এরপর আজান হয়, আমীর সাহেব ইফতারের এক লুকমা মুখে দেন। এরপরই অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে শহরের হার্ট সেন্টারে নেয়া হয়।

নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র মেডিকেল অফিসার শাওন শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই ওনার মৃত্যু হয়েছে। যুবায়ের আহমদ চৌধুরীর মরদেহ তার সংগঠনের লোকজন এ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন।

টাইমস ডেস্ক/ ৭ এপ্রিল ২০২৩

Share