ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রথম স্থান অর্জন কচুয়া থানার এএসআই দিদারুল

নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কোর্সে কুমিল্লা ইন- সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রথম স্থান অর্জন করলেন চাঁদপুরের কচুয়া থানার এএসআই মো. দিদারুল আলম। গত ১২ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক এ কোর্স সম্পন্ন হয়। এতে প্রথম স্থান করেছেন কচুয়া থানা সুযোগ্য এএসআই দিদারুল আলম।

পরে কুমিল্লা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মিজানুর রহমান এর হাত থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। দিদারুল আলম কচুয়া থানায় ২০২১ সালে যোগদান করার পর থেকে চৌকস ও বুদ্ধিমত্তা মাধ্যমে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। দিদারুল আলম ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশীদ এর সুযোগ্য সন্তান। আইনি সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ আগস্ট ২০২৩

Share