ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার প্রকাশিত এক পরিসংখ্যান উল্লেখ করে এতে বলা হয়, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪২ জনে দাঁড়িয়েছে। সেইসাথে, দুর্যোগ কবলিত অঞ্চলের মানুষ খাবার ও পানির সন্ধানে মরিয়া হয়ে ছুটছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) আরও জানায়, এখনও ৪০২ জন নিখোঁজ রয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে সুমাত্রা দ্বীপ। বিচ্ছিন্ন হয়ে গেছে প্রধান সড়কগুলো। বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার অভিযান। শুরু হয়েছে ত্রাণ প্রদান কার্যক্রম। আংশিকভাবে পুনরায় চালু হয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ।
তবে কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুমাত্রা দ্বীপের দুর্যোগ কবলিত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে হাজার হাজার মানুষ কোনো ধরনের জরুরি সরবরাহ ছাড়াই আটকা পড়ে আছে।
অপরদিকে, ইন্দোনেশিয়া ছাড়াও ঝড় ও মৌসুমি বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। থাইল্যান্ডে সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ১৬০ জনের। মালয়েশিয়ায়ও প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। সব মিলিয়ে বাস্তুচ্যুতির শিকার কয়েক লাখ মানুষ।
তথ্যসূত্র: অনলাইন ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur