ডা.এ কে এম মাহবুবুর রহমানের পিতার ইন্তেকাল

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মতলব উত্তরের কৃতি সন্তান একজন মানবিক চিকিৎসক ডা.এ কে এম মাহবুবুর রহমানের পিতা মরহুম আইয়ুব আলী সরকার ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম আইয়ুব আলী সরকারের জানাজা নামাজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচরে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুধিসমাজ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করেন। জানাজার পূর্বে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মতলব উত্তরের কৃতি সন্তান একজন মানবিক চিকিৎসক ডা.এ কে এম মাহবুবুর রহমান তার প্রয়াত বাবাকে যেন মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এজন্য দোয়া চেয়ে জানাজায় অংশ গ্রহণ করা সকলের কাছে দোয়া কামনা করেন। শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বিকেলে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মতলব উত্তরের কৃতি সন্তান একজন মানবিক চিকিৎসক ডা.এ কে এম মাহবুবুর রহমানের পিতা মরহুম আইয়ুব আলী সরকারের কবর জিয়ারত করেন, চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক/
৫ ডিসেম্বর ২০২৫