Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চান্দ্রাবাজার ইয়াকুব আলী উবির শিক্ষক খলিলুর রহমানের ইন্তেকাল
ইন্তেকাল

চান্দ্রাবাজার ইয়াকুব আলী উবির শিক্ষক খলিলুর রহমানের ইন্তেকাল

চাঁদপুর সদরের চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সহকরিী শিক্ষক মো.খলিলুর রহমান খান শনিবার সকালে সদর হাসপাতালে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-…রাজিউন)। তিনি চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া মরহুম রহমাতুল্লাহ খানের সন্তান। তার মাতার নাম ছালেহা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

৪ জানুয়ারি ২০২৫ সকাল ৯ টায় চাঁদপুর শহরের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম খলিলুর রহমান ২০০৩ সালে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় শিক্ষক ছিলেন।

তিনি ১৯৯২ সালে এসএসসি,১৯৯৪ সালে এইচএসসি,১৯৯৭ সালে বিএসএস ও ২০০৭ সালে বিএড ডিগ্রি নেন। এ ছাড়াও শিক্ষকতা পেশার বিভিন্ন কারিকুলামের ্উপর প্রায় ১৫টির ও বেশি বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করেন্। ফলে তিনি ছিলেন আধুনিক ‍ও যুগোপযোগী পাঠদানে একজন পারদর্শী শিক্ষক । সাংগঠনিকভাবে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলার সহ-সভাপতি ছিলেন্ ।

তিনি শিক্ষকতা ছাড়াও ব্যক্তি জীবনে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সদা হাস্যোজ্জ্বল ও উদার মনোভাব নিয়ে সবসময় চলাফেরা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে,ভাই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

খলিলুর রহমান মাস্টারের জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সহ-সভাপতি বাতেন চৌধুরী, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মো.জয়নাল আবেদিন, চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন খান, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জিয়াউল হক মিলন ।

চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন খান,বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বাগাদি গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামরুল ইসলাম,আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন,সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবদুল আজিজ,লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া,প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মালেক মিজি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী,সদরের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মতলবের সভাপতি আলী আক্কাছসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী,প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং চান্দ্রা বাজারের ব্যবসায়ীবৃন্দ।

বাদ আসর বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা এবং খান বাড়ি জামে মসজিদ ও ঈদগাহে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুম শিক্ষককে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবদুল গনি
৪ জানুয়ারি ২০২৫
এজি