Home / চাঁদপুর / প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা
ডাক্তার

প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা

চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা।

২২ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মো. শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডক্টর এসোসিয়েশন অব ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, সিনির মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ সালেহ আহমেদ, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা বিএমএ এর সভাপতি ডা. মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র চিকিৎসক ডা. এম এ গফুর, চাঁদপুর সরকারি হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নুরে আলম মজুমদার, ড্যাব নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল।

অনুষ্ঠানে বিসিএসএ চান্স পাওয়া ডা. মুহাম্মদ তাসনিমুল হাসান ও ডা. মো. শাহরিয়ার হক মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া সংবর্ধিত ডাক্তাররাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইর্টানি চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সভায় বক্তরা বলেন, চাঁদপুর মেডিকেল থেকে পাস করা চিকিৎসকগণ মানুষ সেবায় নিজেদের অত্ম নিয়োগ করেছে৷ মানুষের চিকিৎসা সেবা সহজ হয়েছে৷ প্রথম ব্যাচে পাস করা অধিকাংশ চিকিৎসকই চিকিৎসা সেবা দিবেন চাঁদপুরে। এতে এ জেলাট মানুষ সেবা বেশি পাবে৷

প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২৩ সেপ্টেম্বর ২০২৫