সারাদেশ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আইসিটি ফেস্ট উদ্বোধন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে ডিআইএ আইসিটি ফেস্ট সোমবার (১৫ মে) উদ্বোধন করা হয়।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিআইএ আইসিটি ফেস্ট ২০১৭ উদ্বোধন করেন।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফেস্টে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো উদ্যোক্তা বিষয়ে সেমিনার, ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যারের প্রজেক্ট প্রদর্শনী, প্রোগ্রামিং, গেমিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ প্রোগ্রামিং ক্লাবের সভাপতি মো: শাহিনুর আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, পেওনিয়ারের বাংলাদেশের ব্যান্ড অ্যাম্বাসিডর শোয়েব মোহাম্মাদ, শরীফ মো: শাহজাহান, মো: রুবেল হামজা, মো: সরোয়ার হোসেন মোল্লা, রাতুল দেব প্রমুখ।

ফেস্টে মেন্টরের দায়িত্ব পালন করেন ডিআইএ সিনিয়র লেকচারার কাজী সংহতী সৌহার্দ্য হক ও লেকচারার মো: আজিজুর রহমান।

ডিআইএ আইসিটি ফেস্ট ২০১৭ এ মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নেন এবং ১৫ টি সফটওয়্যার প্রজেক্ট উপস্থাপন করা হয়।

ডিআইএ আইসিটি ফেস্ট ২০১৭ সহযোগিতায় ছিলেন ক্রস বর্ডার পেমেন্ট সলিউশন পেওনিয়ার।

প্রেস বিজ্ঞপ্তি
আপডেট, বাংলাদেশ সময় ৬ : ৩০ পিএম, ১৫ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Share