Home / জাতীয় / দেশের ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন
ফাইল ছবি

দেশের ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

দেশের ৬০ % ভৌগোলিক এলাকার ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে.আব্দুল মোমেন।

তিনি বলেন,‘ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান,স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস এবং অন্যান্য সরকারি অফিসসহ গ্রাম পর্যায়ে ১ লাখ ৯ হাজার ২৪৪টি সরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হচ্ছে। প্রকল্প এলাকায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ২২ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ’ শীর্ষক প্রকল্পের সমাপনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘ ডিজিটাল বাংলাদেশের চারটি স্তম্ভের মধ্যে কানেক্টিং সিটিজেন স্তম্ভটির উন্নয়নের ক্ষেত্রে ইনফো-সরকার ফেজ-৩ প্রকল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ প্রকল্পের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা দু’ধরনের ডিজিটাল সেবা প্রদান করছে। একটি হলো পাবলিক সার্ভিস যেমন: পর্চা,পাসপোর্ট আবেদন, এনআইডি, মিউটেশন, জন্ম ও মৃত সনদ, অনলাইন ট্যাক্স রিটার্ন ইত্যাদি এবং অন্যটি হলো বেসরকারি সেবা যেমন: এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, রেমিট্যান্স বিতরণ, পরীক্ষার রেজিস্ট্রেশন, ফটোকপি, কম্পিউটার কম্পোজ ইত্যাদি। এসকল সেবা প্রায় ২ হাজার ৬ শ ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রদান করা হয়।

২৪ নভেম্বর ২০২২
এজি