চাঁদপুর

চাঁদপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহে আলোচনা সভা

‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ এপ্রতিপাদ্য সামনে নিয়ে চাঁদপুর সদর উপজেলা মিলানায়তনে মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় ইন্টারনেট সপ্তাহ ডিজিটাল মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই।

তিনি বলেন, পড়ালেখার কোন বিকল্প নেই। আগে পড়ালেখা করে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে জানতে হবে। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার সবার জানা দরকার। অন্য জেলার তুলনায় চাঁদপুরে শিক্ষার মান অনেক ভাল। চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল আইসিটিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে সরকার কর্তৃক পুরস্কার লাভ করেছেন। তাই চাঁদপুরে আইসটির অবদান রাখতে শিক্ষার্থীদের ইন্টরনেটের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশানর (ভূমি) অভিষেক দাস, উপজেলা ম্যৎস্য অফিসার শওকত কবির চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, হামানকদ্দী পল্লি মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত হোসেন দীপু, উদ্যেক্তা আমিনুল ইসলাম, প্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের সদস্য সানজিদা পারভিন রুবাই, আল আমিন।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এমএ কুদ্দুস রোকনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী প্রোগ্রামার হারুন আর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আতিয়া পারভিন, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ প্রমুখ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৭ পিএম, ১৬ মে ২০১৭, মঙ্গলবার
এইউ

Share