শিক্ষাঙ্গন

বিনামূল্যে মাসে ১৫ জিবি ইন্টারনেট পাবেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মাসে ১৫ জিবি ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেবাটি পেতে আগামী ১৭ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ফরমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

১২ অক্টোবর সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৯ অক্টোবর করোনাকালে বিভিন্ন খাতের সংকোচিত অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট সেবার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- যেভাবে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসের জন্য টেলিটকের ইন্টারনেট পাবেন

রেজিস্ট্রেশনের নিয়ম-
১. সুবিধাটি পেতে হলে শিক্ষক-শিক্ষার্থীদের রবি অথবা এয়ারটেল সিম থাকতে হবে।
২. forms.gle/myynHvy6f7RBxCtG7 এ লিংকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।
৩. উক্ত ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধু জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।
৪. শুধু বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা এ সুবিধা পাবেন।
৫. একজন শুধু একটা সিমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
৬. প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে।

Share