তথ্য প্রযুক্তি

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত দেশে সক্রিয় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ।

সোমবার (৬ মাচ)সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ বলেন, ‘ জনগণের কাছে সূলভমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বহুমুখী পদক্ষেপের ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ-এর মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
ইন্টারনেটের মূল্য ১৮ হাজার টাকা থেকে ৬ ধাপে প্রায় ৯৫ শতাংশ কমিয়ে প্রতি মেগাবাইট মাসিক চার্জ সর্বোচ্চ ৯শ’৬০ টাকা এবং নূন্যতম ৩শ’৬০ টাকা ধার্য করা হয়েছে।

সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক বিভাগের মোট পোস্ট অফিসের সংখ্যা ৯ হাজার ৮৮৬টি। ২০১০ সাল থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে আয় হয়েছে ১ হাজার ৪৪৫ কোটি ৫৮ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ২ হাজার ৮৩২ কোটি ৫৬ লাখ টাকা। (বাসস)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৩০ এএম, ০৬ মার্চ ২০১৭, মঙ্গলবার
এজি/ডিএইচ

Share