ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্টারনেটকে ‘মৌলিক অধিকার’ হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়টি সময়ের দাবি। তিনি বলেন,‘ সকলের জন্য বিশেষ করে এ দেশের শিল্প-সম্প্রসারণে ইন্টারনেটের সহজলভ্যতায় সরকার সম্ভাব্য সবকিছু করতে বদ্ধপরিকর।’
মেধাবি জাতি তৈরির পাশপাশি শিল্প প্রসারে ইন্টারনেটকে ব্যয় নয়,রাষ্ট্রের বড় বিনিয়োগ হিসেবে দেখতে হবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন,‘বইয়ের মতো ইন্টারনেটও শিক্ষার্থীদের বিনা মূল্যে দিতে হবে। ইতোমধ্যে দেশের ৫৮৭টি শিল্প প্রতিষ্ঠানে আমরা ফ্রি ওয়াই-ফাইজোন চালু করেছি।’
মন্ত্রী রাজধানীতে সোমবার তার দপ্তর থেকে জুম অন লাইনে প্রাইম ব্যাংক ও আইএসপিএবি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংকের সিইও রায়হান আহমেদ এবং আইএসপিএবি’র সভাপতি আবদুল হাকিম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ঢাকা ব্যুরো চীফ , ৮ জুলাই ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur