হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর মৃত্যু: ২ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলী সুব্রত চন্দ্র সাহার মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পরিবার। সুব্রতের বড় ভাই স্বপন সাহা বাদী হয়ে এ মামলা করেন।

২৬ মে বৃহস্পতিবার রাতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে আসামি করে স্বপন সাহা হত্যা মামলা করেন।

সুব্রত সাহা (৫২) বাংলাদেশ সার্ভিস লিমিটেডের (বিএসএল) অতিরিক্ত ব্যবস্থাপক (প্রকৌশলী) পদে কাজ করছিলেন। তার অফিস হোটেল ইন্টারকন্টিনেন্টাল চত্বরেই।

বুধবার (২৫ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে সুব্রত চন্দ্র সাহার মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, প্রাথমিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার মৃত পরেশ চন্দ্র সাহার ছেলে সুব্রত চন্দ্র সাহা। ঢাকায় কলাবাগানে পরিবার নিয়ে থাকতেন তিনি।

বার্তা কক্ষ, ২৭ মে ২০২২

Share