বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট এর চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবদুল আউয়াল রুবেল।
২৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের চীফ এডিটর ও সি ই ও এম শামসুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তার এ নিয়োগ চূড়ান্ত করা হয়।
জানুয়ারি ২০১৭ থেকেই তিনি ওই চ্যানেলে অস্থায়ীভাবে কাজ করছেন। সাংবাদিক আবদুল আউয়াল রুবেল ১৯৯০ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
পেশাগত জীবনে তিনি জাতীয় দৈনিক আমাদের সময়,আজকের কাগজ, আল-আমিন ও নতুন ধারা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।১ এপ্রিল ২০০৬ সালে তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আর টিভি’র জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত কাজ করেন।
তিনি চাঁদপুর থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর মধ্যে চাঁদপুর সংবাদ, ইলশেপাড়, সাপ্তাহিক চাঁদপুর, চাঁদপুর জমিন,দিবাচিত্র পত্রিকার বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ৩ অক্টোবর প্রকাশক ও সম্পাদক হিসেবে দৈনিক মেঘনাবার্তার ডিক্লারেশন গ্রহণ করেন। ওই দৈনিকটিতে তিনি ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন ।
এ বিষয়ে সাংবাদিক আবদুল আউয়াল রুবেল মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে তিনি চাঁদপুরবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৩৫ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur