রাজধানীর ওয়ারি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিনসহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল আলম রবিবার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি এবং বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন।
২০১৪ সালের ১৮ আগস্ট দৈনিক ইনকিলাবে ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছেন বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন মিথ্য ও বানোয়াট উল্লেখ করে প্রলয় কুমার জোয়ার্দার রাজধানীর ওয়ারি থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন।
||আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur