ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আজ ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপি দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত‘শহীদি শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি জানান,কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামি ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, শহিদ ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যারা তাকে হত্যা করেছে,তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এ আন্দোলনে যুক্ত হবেন এবং সংহতি প্রকাশ করবেন।
২৪ ডিসেম্বর ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur