ইতেকাফকারী ও এলাকাবাসীর সম্মানে চাঁদপুর শহর জামায়াতের ইফতার মাহফিল

চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে ইতেকাফকারী মুসল্লি ও এলাকাবাসীর সম্মানে চাঁদপুর পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার উক্ত ইফতার মাহফিলে চাঁদপুর শহর জামাতের আমির অ্যাড. শাহজাহান খানের বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মসুদ্ধি অর্জন করি। এই আত্মসুদ্ধির মাধ্যমে আমরা আমাদের জিন্দেগীর সকল পাপাচার থেকে মুক্ত থেকে বাকি এগারোটি মাস সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকার শিক্ষা গ্রহণ করি। এসমাজ যদি পাপাচার মুক্ত হয় তাহলে এদেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াত এদেশের কুরআনের শাসন কায়েম করতে চায়। জামায়াত ইসলামী শাসন কায়েম করে একটি শান্তিপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। তাই আসুন আমরা সবাই মিলে এদেশে ইসলামী সমাজ কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’

শহর জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা পেশ করেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সাবেক আমির অধ্যাপক শাহ আলম।এসময় শহর জামায়াতের সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু আহমেদ, শহর জামায়াতের অর্থ বিষয়খ সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন, শহর শ্রমিক কল্যাণ প্রদর্শনের সভাপতি আব্দুল হাই লাভলু এবং শহর জামায়াতের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ২৭ মার্চ ২০২৫

Share