‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করে ইতিহাস সৃষ্টি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সমাবেশে স্রোতের মতো আসছেন দলটির নেতাকর্মীরা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই নেতাকর্মীদের স্রোত আসছে নয়াপল্টনের দিকে। সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
এদিকে দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশের অনুমতি পাওয়ায় উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। তাই উৎফুল্ল মনেই দলে দলে যোগ দিচ্ছেন তারা।
দেখা গেছে, হাতে ব্যানার পেস্টুনসহ দলের অঙ্হ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন।
ইতিমধ্যে নয়াপল্টন কার্যালয় ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। আর ক্রমান্বয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অবস্থান করছেন শীর্ষ নেতারা।
নিউজ ডেস্ক || আপডেট: ০১:২০ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর