সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ লড়াই। আজ যে দল জিতবে, তারাই সিরিজের ট্রফি হাতে তুলবে।
মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আগে ম্যাচে প্রথমে ব্যাটিং পেয়ে ২১১ রানের পাহাড়সমান সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। আজ তবে টস জেতার পরই কেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত?
সাকিব আগেই বলেছিলেন, শিশির নিয়ে ভাবনা আছে তাদের। শীত মৌসুম, তাই সন্ধ্যার পর প্রচুর শিশির পড়ে। স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। মূলতঃ সেটা এড়ানোর জন্যই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত।
বার্তা কক্ষ
২২ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur