ইতালিয়ান সুপার কাপের ফাইনালে জুভেন্টাসের জয়ের মাধ্যমে নতুন রেকর্ডের মালিক হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এ পর্তুগিজ ফরোয়ার্ড।
১০ দিন আগেই ক্লাব ও জাতীয় দল মিলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়েছিলেন রোনালদো। আর দুই ম্যাচ পর সবচেয়ে বেশি গোলের মালিক হলেন তিনি।
এ দিন মাপেই স্টেডিয়ামে ইতালিয়ান সুপার কাপে নাপোলিকে ২-০ ব্যবধানে হারায় জুভেন্টাস। ম্যাচের ৬৪তম মিনিটে গোল করেন রোনালদো।
এ নিয়ে রোনালদোর ঝুলিতে যোগ হলো ৭৬০টি গোল। এর আগে ১০ জানুয়ারি সেরি আ’য় সাস্সুয়োলোর বিপক্ষে জালে বল পাঠিয়ে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো।
অবশ্য রেকর্ডটি নিয়ে কিছুটা বিতর্কও আছে। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার বিকান মাঠ মাতিয়েছেন ১৯৩০ ও ৪০’ এর দশকে। ওই সময়ে বর্তমানের মতো নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হতো না। তবে ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেওয়া আছে ৭৫৯টি।
সর্বোচ্চ রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ লাগল ৩৫ বছর বয়সী রোনালদোর। এ হিসেবে ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন।
বার্তাকক্ষ, ২১ জানুয়ারি,২০২১;