কচুয়ায় ইতালি সফিকের নেতৃত্বে নৌকার জয় চায় এলাকাবাসী

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ড. সেলিম মাহমুদকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিতারা ইউনিয়নের ৩নং ও ৫ নং ওয়ার্ডর ৩ কেন্দ্রের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পূর্ব বিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়।

ইতালি নেপালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক সফিকুল ইসলাম সফিকের (ইতালি সফিকের) সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো: শাহআলম প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ওয়ালী উল্যাহ সরকার, কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী মো: শাহজাহান, ইউপি সদস্য মো: ইউনুছ মুন্সী, আবদুর জব্বার মোল্লা, ইউনিয়ন যুবলীগের সদস্য জিসান আহমেদ নান্নু, আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালেব, বশির উল্যাহ প্রধান, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দিন, গাজী বশির আহমেদ, আলী আরশাদ মোল্লা, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা চাঁদপুর-১ কচুয়া আসনে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ ডিসেম্বর ২০২৩

Share