ইতালি সফিকের উদ্যোগে এগিয়ে যাচ্ছে পূর্ব বিতারা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা

২০১২ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠিতহ হয় চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব বিতারা জামালিয়া নূরানীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি। দীর্ঘদিন নানান সমস্যা ও অবহেলার মধ্য দিয়ে পরিচালিত হলেও বর্তমানে বিতারা গ্রামের কৃতি সন্তান ও ইতালি প্রবাসী মো. সফিকুল ইসলাম সফিককে ওই মাদ্রাসার সভাপতির দায়িত্ব দেয়ার পর তার সার্বিক প্রচেষ্টায় ও সহযোগিতায় মাদ্রাসাটির একাডেমিক কার্যক্রমসহ এগিয়ে যাচ্ছে। মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. সাব্বির হোসেন জানান, বর্তমানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে। আমরা দুজন শিক্ষক প্রতিনিয়ত ওই শিক্ষার্থীদেও দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দান করে যাচ্ছি।

স্থানীয় অধিবাসী মো. রুহুল আমিনসহ আরো অনেকে জানান, মাদ্রাসাটি দ্বীনি শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের দিকনির্দেশনায় ইতালি প্রবাসী সফিকুল ইসলাম সফিকের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার সামনে দৃষ্টিনন্দন গেইট,বাউন্ডারী ওয়াল সৌন্দর্যকরন সহ নানান ভাবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও ওই বিদ্যালয় সংলগ্ন প্রস্তাবিত বিতারা উচ্চ বিদ্যালয় স্থাপন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে এলাকাবাসীসহ সকলের সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ অক্টোবর ২০২৩

Share