চাঁদপুরের হাইমচরে গত শুক্রবার টানা দুই দিনের টানা বর্ষণে আমন ফসল ও ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।
গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিনভর এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এরপর শুক্রবার দু’দিন বিরামহীন টানা বর্ষণে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে আমন ধান পড়ে গিয়ে এবং মাঠে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার জানান, ইতিমধ্যে উঁচু জায়গার পাকা ধান কাটা হয়েছে, তবে বেশির ভাগ নীচু এলাকার ধান এখনো কাটতে বাকি রয়েছে।
তিনি বলেন, বৃষ্টির আভাস পাওয়ার পর বৃষ্টির আগেই ধান ও সবজিসহ ফসলের সুরক্ষার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়।
এদিকে ভরা মৌসুম হওয়ায় বিভিন্ন ভাটার বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। পুরাইকাটীস্থ মাতাব্বর ইট ভাটার মালিক নুরুল ইসলাম নান্টু চাঁদপুর টাইমসকে জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অনেক আগে ইট কাটা শুরু করা হয়। কিন্তু গত দু’দিনের বৃষ্টিতে সারি করা ও বিছানো অবস্থায় থাকা প্রায় ১০ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ৮ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur