চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ইটভাটা মালিককে অর্থ জরিমানা করা হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের গুলপুরা নামক স্থানে একটি ইট ভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ইটভাটার মালিক লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত ও ব্যবসা পরিচালনার অপরাধে ইটভাটা মালিককে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর বিভিন্ন ধারায় ৫৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) ও সঙ্গীয় ফোর্স।
উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৩ জানুয়ারি ২০২২